• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আম্পায়ার যখন চিয়ারলিডার!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০৯:৪২ পিএম
আম্পায়ার যখন চিয়ারলিডার!

দর্শকদের মাঝে উল্লাস আর খেলোয়াড়দের উদ্দীপনা দিতে মাঠে দেখা যায় চিয়ার লিডারদের। চার, ছয়ের পর বিভিন্ন অংগভঙ্গি ও নাচের মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখেন চিয়ার লিডাররা। তবে এবার বাইশ গজে চিয়ার লিডারের কাজ করেছেন এক আম্পায়ার। এই কাজটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুরন্দর প্রিমিয়ার লিগে। আর কাজটি যে আম্পায়ার করেছেন তার নাম ডিএন রক।  

সম্প্রতি সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ভিডিওতে দেখা যায় অত্যন্ত হাস্যকরভাবে ওয়াইড ও বাউন্ডারির সিগন্যাল দিচ্ছেন আম্পায়ার। এমনকি ওয়াইড দেওয়ার সময় মাথায় ভর দিয়ে দুই পা উপরের দিকে তুলছেন। তারপর দুই পা দুই দিকে ছড়িয়ে ওয়াইডের সিগন্যাল দিচ্ছেন তিনি। 

আম্পায়ারকে নিয়ে মাইকেল ভনের টুইট 

আর বাউন্ডারি হওয়ার পর তো পুরো মাঠ নেচে বেড়াচ্ছেন। নাচতে নাচতে দর্শকদের কাছাকাছি চলে যাচ্ছেন তিনি। এই ভিডিও নজরে এসেছে মাইকেল ভনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভন দাবি করেছেন, "এই আম্পায়ারকে আইসিসি এলিট প্যানেলের অন্তর্ভুক্ত করা উচিত।"

আম্পায়ারের এমন কান্ড চলুন ছবিতে দেখে নেই-- 

 

 

Link copied!